খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
বুধবার সন্ধ্যা ৭টায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন বাদি হয়ে ফটিকছড়ি থানায় এই মামলা দায়ের করেন। এরপর ফটিকছড়ি থানা পুলিশ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুনছুর আলম চৌধুরীকে গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদি এজাহারে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন। এতে ১৮ জনের নাম ও অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ আনা হয়, বুধবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দ্যেশ্য করে হুমকি স্বরূপ বক্তব্য দেন।
গিয়াস উদ্দিন বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর ইন্নালিল্লাহ পড়ার লোক ছিলনা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০