নিজস্ব প্রতিবেদক :
প্রথম কর্মদিবসে ৭৫২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফাইলে প্রথম স্বাক্ষর করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার সকালে নগর ভবনে গিয়ে দপ্তরে বসলে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান। জানা গেছে, রোববার সকালে প্রথম কর্মদিবসে নগরভবনে আসেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর মেয়র দপ্তরে বসে দাপ্তরিক কাজ করেন।
দাপ্তরিক কাজের মধ্যে ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে প্রথম স্বাক্ষর করেন তিনি।এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, মেয়র খায়রুজ্জামান লিটন তাঁর প্রথম কর্মদিবসে প্রথম স্বাক্ষর করেছেন ৭৫২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পে। এ উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ২২টি পুকুর সংরক্ষণ ও সংস্কার করা হবে। তিনি আরো জানান, ২০০৮ থেকে ২০১৩ সাল
পর্যন্ত খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এ প্রকল্পটি তিনি হাতে নিয়েছিলেন। কিন্তু সাবেক মেয়র এ প্রকল্পটি আর এগুতে দেননি। ফলে এ প্রকল্পটির ফাইল আগে থেকেই প্রস্তুত ছিল। প্রথম কর্মদিবসে মেয়র সে ফাইলটিতে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এখন অর্থ বরাদ্দের জন্য ফাইলটি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০