খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকায় সোমবার অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)। বাংলা ছবির আন্তর্জাতিক বাজার গড়ে তোলার উদ্দেশে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ও টিএম ফিল্মস্ এ উদ্যোগ নিয়েছে।
প্রথমবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন ঢালিউডের আনোয়ারা বেগম ও টলিউডের রঞ্জিত মল্লিক। এ ছাড়া মনোনয়ন তালিকায় রয়েছে দুই দেশের সেরা পরিচালক থেকে অভিনেতা, চিত্রনাট্যকার, গায়ক ও সংগীত পরিচালকসহ নানা ক্ষেত্রের কুশীলবেরা।
কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শুক্রবার রাতে জানানো হয়, ১৭টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। ওই সময় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন আলমগীর এবং কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী। ছিলেন ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া’র সাধারণ সম্পাদক ফিরদাউসুল হাসান ও ভারতীয় অংশের জুরি বোর্ডের সদস্য অঞ্জন বসু।
সংবাদ সম্মেলনে আলমগীর বলেন, অনুষ্ঠানটি নিয়ে যখন আমার সঙ্গে কথা বলা হয়, তখন এই অ্যাওয়ার্ডের নাম ছিল ‘ভারত বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড’। আমি বললাম ‘বাংলা’র সঙ্গে ‘দেশ’টা নিয়ে নেন। তারপর থেকে এটির নামকরণ করা হয় ‘ভারত বাংলাদেশ অ্যাওয়ার্ড’।
অন্যদিকে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদাউসুল হাসান বললেন, ‘‘এক ভাষা এক প্রাণ। তা হলে ছবির ক্ষেত্রে এত দূরত্ব কেন? বাংলা ছবির ঐতিহ্য আর ভবিষ্যৎকে সুনিশ্চিত করার উদ্যোগেই আমাদের এই প্রয়াস। বাংলাদেশে বাংলা ভাষার ভারতীয় ছবি বেশ জনপ্রিয়। বাংলাদেশে এই ছবি মুক্তির পরিকাঠামো ঠিক করতেই এই চেষ্টা।’’
জানা গেছে, ঢাকার শাকিব খান, জয়া আহসান, আলমগীর, পরী মনি, বিদ্যা সিনহা মিমসহ একাধিক তারকা থাকছেন বিবিএফএ’র প্রথম আয়োজনে। কলকাতা থেকে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে। সঞ্চালনা করবেন গার্গী রায় চৌধুরী ও মীর।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০