খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ১৩০ বছরের ট্র্যাডিশন ভেঙে এবার অ্যালকোহলিক ড্রিংক অর্ধাৎ মদ বাজারে আনছে কোকা-কোলা। বিশ্বের সবথেকে বড় এই সফট ড্রিংক প্রস্তুতকারী সংস্থা এবার জাপানের এক সংস্থাকে পাল্লা দিতে অ্যালকোহলিক ড্রিংক আনার পরিকল্পনা নিয়েছে।
জাপানে প্রচলিত ‘চু হি’ নামের ড্রিংককে টেক্কা দিতেই এবার অ্যালকোহল যুক্ত করে পরিবেশ করা হবে বলে ভাবনা-চিন্তা চলছে। জাপানের ভাত ও আলু থেকে তৈরি একটি মদের প্রচলন রয়েছে যার নাম ‘সোচু’। সেটা দিয়েই তৈরি হয় ওই ‘চু হি’। মাত্র ৩ থেকে ৮ শতাংশ অ্যালকোহল রয়েছে এতে। বিয়ারের বিকল্প হিসেবে এটি বেশ জনপ্রিয়। বিশেষত মেয়েরা এটি খুবই পছন্দ করেন।
কিন্তু কোকা কোলা ঠিক কি ধরনের ড্রিংক আনবে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই পরিকল্পনার কথা কোকা কোলার ওয়েবসাইটে নিজেই জানিয়েছেন সংস্থার জাপান ইউনিটের প্রেসিডেন্ট জর্জ গার্দুনো। তিনি বর্ণনা দিয়েছেন, “unique in our history”.
তিনি জানিয়েছেন, ‘আমরা প্রোডাক্ট নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করছি। নতুনভাবে আনতে চলেছি ক্রেতাদের জন্য। এই প্রথমবার আমরা অ্যালকোহল যুক্ত প্রোডাক্ট আনতে চলেছি বাজারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০