খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বিতর্ক, গ্ল্যামার, সেক্সের সুড়সুড়ি আর ন্যুডিটি এই চারের মিশেলে যে নামটি সবার প্রথমে আসে তিনি কিম কার্দাশিয়ান। ফের একবার পেজ থ্রি শিরোনামে এই মার্কিনি রিয়েলিটি স্টার৷না! তবে এবারের বির্তকে তাঁকে কষ্ট করে কিছু করতে হয়নি। এইবার তাঁর হয়ে কাজটি করেছেন আদিল আল ওতাইব। সৌদি রাজপরিবারের সন্তান তিনি।তিনি জানিয়েছেন, কিমের সঙ্গে এক রাত কাটতে তিনি ১ মিলিয়ন ডলার খরচ করতে রাজি।
সম্প্রতি ওতাইব তাঁর ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, “আমি একজন সৌদি।কিম আমি তোমায় বলছি, প্রতি রাতের জন্য আমি তোমাকে ১ মিলিয়ন ডলার করে দেব”।
মার্কিন এক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, কিম নাকি এই প্রস্তাবে ইতিমধ্যে রাজিও হয়ে গেছেন। তবে এটা প্রথমবার নয়।এর আগেও টাকা নিয়ে কিম পার্টিতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে।২০১৩ সালে ৮১ বছর বয়স্ক ‘বিলিয়নিয়ার’ রিচার্ড লুগনার সঙ্গে ৫ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে কিম গিয়েছিলেন ভিয়েনা বল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০