খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের আতুরঘর লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে "গণতন্ত্রহীনতা বনাম জবাবদিহিতা" শীর্ষক তরুণ প্রজন্মের সঙ্গে মুক্ত আলোচনায় তিনি এ সকল কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শত অত্যাচার সহ্য করেও তারেক রহমান দলের নেতৃত্ব দেয়ার কারণেই তাঁর প্রতি সরকারের এত ক্ষোভ।
এছাড়া, ষোড়শ সংশোধনী বাতিল করায় বন্দুকের নল ঠেকিয়ে সরকার প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০