ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম স্বপদে থাকার সময় মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একইসঙ্গে রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ও খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণ জারি করা হয়। এ বিষয়টি শিগগির কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশে বর্তমানে ১২টি সিটি কর্পোরেশেন রয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০