খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুন) একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। এছাড়া স্বাস্থবিধি মেনে কর্মক্ষেত্রে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এতে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার খরচ ধরা হয়েছে, প্রায় ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা। যার মধ্যে রয়েছে, 'কোভিড নাইনটিন ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রি-পেয়ার্ডনেস এবং কোভিড নাইনটিন রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিটেন্স প্রকল্প দুটি। যা বাস্তবায়নে খরচ হবে, ২ হাজার ৪৯১ কোটি টাকা।
এর মধ্যে ৮৫০ কোটি বিশ্বব্যাংক ও ৮৪৯ কোটি টাকা দেবে এডিবি। বাকি অর্থ, সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে, এর আগে জরুরি বিবেচনায় প্রকল্পগুলো অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০