নিজস্ব প্রতিবেদক : রাজশাহী গণপূর্ত অফিসের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে ঠিকাদার কতৃক মারধরের প্রতিবাদে ঠিকাদারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গণপূর্ত অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঠিকাদার ও হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারধর করেন ঠিকাদার ও তার লোকজন। ওই প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠানের নি¤œমাণের কাজের প্রতিবাদ করায় এ হামলার শিকার হন। এ ঘটনায় ঠিকাদারসহ দুই জনকে আটক করে পুলিশ।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০