খবর২৪ঘণ্টা, এমকে
খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক:
‘তেরি মেরি কাহানি’ গানটির এক লাইন প্রকাশ হতেই বাজিমাত করেন রাণু মণ্ডল। বুধবার প্রকাশ হলো ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির পুরো গানটি। সঙ্গে আছেন ছবির নায়ক ও গায়ক হিমেশ রেশমিয়া।
ইউটিউবে টিপস অফিশিয়াল চ্যানেলে ‘তেরি মেরি কাহানি’ প্রকাশের পর ২৪ ঘণ্টার কম সময়ে শোনা হয়েছে ৩৪ লাখের বেশিবার।
ছবিতে হিমেশের বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া মান। প্রকাশিত ভিডিওতে এই নায়িকাকেও দেখা গেছে।
পশ্চিমবঙ্গের রানাঘাট রেল স্টেশনে রাণুর গলায় লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রাণু। এরপরেই ডাক পান মুম্বাইয়ের রিয়্যালিটি শোয়ে।
সেই মঞ্চেই তার গান শুনে হিমেশ বলেছিলেন, পরের ছবিতে প্লেব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সংগীত পরিচালক।
https://www.youtube.com/watch?time_continue=1&v=VCTk-IUNnpc
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাণু বলেন, “এই প্রথমবার কেউ আমাকে গান শেখাল। গানের কারিগরি দিক আমার জানা ছিল না। পরিবারের সদস্যের মতো করেই শিখিয়েছেন হিমেশ এবং জীবনের সবচেয়ে বড় সুযোগটা দিয়েছেন। ভগবানকে অশেষ ধন্যবাদ স্বপ্নপূরণের জন্য।”
আরও বলেন, “জীবনে কোনোদিন এতো ভালোবাসা পাইনি। খোলা চোখে স্বপ্ন দেখলেও কোনদিন ভাবতে পারিনি যে বলিউডে প্লেব্যাক করতে পারব।”
সামনে হিমেশের সঙ্গে রাণুর কণ্ঠ দেওয়া আরও দুটি গান প্রকাশ হবে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০