খবর ২৪ঘণ্টা ডেস্ক: শনিবার থেকে শুরু হল রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড। ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ১-০ হারিয়েছিল ফ্রান্সকে। ১৯৭৮ সালে আর্জেন্টিনার কাছে ২-১ হারতে হয় ফ্রান্সকে। তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে এবারই প্রথমবার নক আউট পর্বে মাঠে নেমেছে এই দুই দেশ।
কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টিতে গোল পেয়ে এগিয়ে গেছে ফ্রান্স। ফ্রান্সের পক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন গ্রীজম্যান।
এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে নেই নাইজেরিয়ার বিপক্ষে একাদশে থাকা হিগুয়েন। তবে তার পরিবর্তে প্রথমবারের দলে ফিরেছেন পাভন। অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী দল নিয়েই একাদশ সাজিয়েছে ফ্রান্স। পল পগবার সঙ্গে মিডফিল্ড কাঁপাবেন কান্তে।
আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন ইরানের রেফারি আলিরেজা ফাঘানি। আলিরেজার সঙ্গে সহকারী হিসেবে আছেন তার স্বদেশি রেজা সোকহানদান ও মোহাম্মদ মনসুরি। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন চিলির হুলিও বাসকুনান।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০