নিউজ ডেস্ক: আমদানি করা পেঁয়াজের ১০ থেকে ১৫ শতাংশ চীন থেকে আমদানি করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘চীনের করোনা পরিস্থিতি পেঁয়াজের ওপর কোনও প্রভাব ফেলবে না।’ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রফতানি করা সম্ভব হবে। পেঁয়াজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’ তিনি বলেন, ‘পেঁয়াজ আমদানির ওপর নির্ভরশীল না থেকে চাহিদা অনুযায়ী উৎপাদন করে এ সমস্যার সমাধান করা হবে।’
পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত হবেন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এর উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ ও পেঁয়াজ সংরক্ষণের বিষয়ে সরকার চিন্তা করছে।’
টিপু মুনশি বলেন, ‘প্রতিবছর দেশের চাহিদা মেটাতে ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হতো। এ বছর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় সমস্যা হয়েছে। পরে মিয়ানমার, মিশর, তুরস্ক, পাকিস্তান ও চীন থেকে আমদানি করে চাহিদা পূরণ করা হয়েছে। এখনও পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।’ পেঁয়াজ নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০