খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা দিল অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পাল্টায় এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। পাশাপাশি তাদের এ ঘোষণায় সমর্থন জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি।
তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের ৫৭টি ইসলামী দেশের জোটের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিশেষ সম্মেলনের যৌথ ঘোষণায় বুধবার এই আহ্বান জানানো।
ওআইসির বর্তমান প্রধান তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের ডাকা এই সম্মেলেনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রকে ধিক্কার জানান। পাশাপাশি তিনি বলেন, “জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী আছে এবং সবসময়ই তা থাকবে। ”
উল্লেখ্য, মুসলিম, খ্রিস্টান, ইহুদি এই তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান জেরুজালেম নিয়ে ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব চলছে যুগের পর যুগ। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০