কুমিল্লায় পূজামণ্ডপে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এমন হামলা চালিয়েছে জানিয়ে কাদের বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না।
এসময় যারাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে কোনো দুর্বৃত্ত যাতে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি বা হামলা করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অসাম্প্রদায়িক শক্তির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০