বগুড়ার নন্দীগ্রামে দুর্গাপূজার মণ্ডপে ডেকোরেটরের বৈদ্যুতিক সরঞ্জাম সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জুয়েল হোসেন রনবাঘা বাজারের জলি ডেকোরেটরের স্বত্বাধিকারী আব্দুল জলিলের ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার দুর্গাপূজা মণ্ডপে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রনবাঘা বাজার পূজামণ্ডপে জলি ডেকোরেটর থেকে লাইটিং করা হয়। সোমবার প্রতিমা বিসর্জন শেষে সন্ধ্যার পর জুয়েল হোসেন বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল হোসেন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে জুয়েল হোসেন মারা যান।
নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
জে এন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০