নিজস্ব প্রতিবেদক : পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সদস্যগণকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ তাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি চারণ করেন। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় ও গৌরবময় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০