বিশেষ প্রতিবেদক :
পুলিশের টহল সিভিল মাইক্রোবাসের ধাক্কায় পা ভেঙ্গে যাওয়া কলেজ ছাত্রী রাজিয়া সুলতানা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় খবর ২৪ ঘন্টার কাছে এ কথা জানান তিনি।
কলেজ ছাত্রী রাজিয়া বলেন, আমি নওগাঁ জেলার মান্দা উপজেলার কাঞ্চন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৮ম শ্রেণীতে বৃত্তি পেয়েছিলাম। এরপর এসএসসিতেও বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি। ২০১৮ সালে প্রসাদপুর মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছি। এইচএসসিতেও জিপিএ-৫ পাওয়ার আশা রয়েছে। ছোট থেকেই ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো। তাই সবসময় ভাল রেজাল্ট করেছি।
ইচ্ছা একটাই বিশ্ববিদ্যালয়ে পড়া। দুই মাস আসে রাজশাহীতে এসেছি কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রিপারেশনের জন্য। ঠিকঠাক চলছিল সবকিছুই। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ মেস দরগাপাড়া থেকে রানিবাজার এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় দরগাপাড়ার রাস্তায় পুলিশের মাইক্রোবাসের চাপায় পা ভেঙ্গে যায় আমার। এখন শঙকায় রয়েছি যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা? কারণ দুর্ঘটনায় আমার পা ভেঙ্গে যাওয়াসহ সারা শরীরে আঘাত পেয়েছি। আমার চিকিৎসা ভালভাবে করা হচ্ছে না। একবারে ড্রেসিং করা হয়নি। পড়াশোনায় আমি অনেক পিছিয়ে গেলাম। এই ভাঙ্গা নিয়ে হয়তো আর কোচিংয়ে যাওয়া হবে না। বাড়িতে বসেই পড়ার চেষ্টা করবো। বাড়িতে পড়াশোনা করলেও অনেক সমস্যা হয়ে গেলো। জানিনা আমার স্বপ্ন পূরণ হবে কিনা? তাই শঙ্কায় আছি। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে ভালভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি।
আমার চিকিৎসা যাতে ভালভাবে হয় সেজন্য সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি।সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে যাওয়ার সময় তার চিকিৎসার সব খরচ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বহনের দায়িত্ব নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আরএমপি কমিশনার বলেছিলেন, আহত কলেজ ছাত্রীর চিকিৎসার সব দায়িত্ব পুলিশের। পুলিশের পক্ষ থেকেই চিকিৎসা ব্যয় বহন করা হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টার দিকে দরগাপাড়া এলাকায় পুলিশের সিভিল গাড়ীর ধাক্কায় রাজিয়ার পা ভেঙে যায়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০