বছরপ্রতি পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে কতজন নিহত হয়েছেন, এ সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে নিহতের তথ্য দিলেন জয়
রোববার (১২ ডিসেম্বর) রাতে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরেন।
জয়ের পোস্টে দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৩ সালে পুলিশের গুলিতে ১১০৬ জন। ২০১৪ সালে নিহত হয়েছেন ১০৫০ জন, ২০১৫ সালে ১১০৩ জন, ২০১৬ সালে পুলিশের গুলিতে ১০৭১ জন, ২০১৭ সালে ১০৯৫ জন, ২০১৮ সালে পুলিশের গুলিতে সর্বোচ্চ ১১৪৩ জন এবং ২০১৯ সালে ১০৯৮ জন নিহত হয়েছেন। অর্থাৎ ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে প্রায় ১১০০ মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০