খবর২৪ঘণ্টা ডেস্ক:উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই৷ বরং দিন দিন কাশ্মীরের পরিস্থিতি গড়াচ্ছে অবনতির দিকে৷ হাই অ্যালার্ট থাকা স্বত্ত্বেও একদল জঙ্গি পুলিশ অফিসারের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে পালাল৷
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের
খিস্তওয়ার জেলার শাহেদি মাজার এলাকায়৷ যার কাছ থেকে একে ৪৭ রাইফেল
ছিনিয়ে নিয়ে পালায় জঙ্গিরা তিনি জেলার পিএসও(পার্সোনাল সিকিউরিটি
অফিসার)৷ তাঁর কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও বেশ কিছু বুলেট নিয়ে চম্পট
দেয় জঙ্গিরা৷
পিএসও দলীপ কুমারের দাবি, মুখোশধারী কিছু ব্যক্তি তাঁর বাড়িতে ঢুকে পড়ে৷ এবং একে ৪৭ রাইফেল, গুলি ও মোবাইল নিয়ে পালিয়ে যায়৷ পালানোর আগে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিনিয়র পুলিশ
অফিসাররা৷ গোটা এলাকাটি তারা ঘিরে ফেলে৷ শুরু হয়েছে তল্লাশি৷ ওই পিএসওকে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এদিকে এরই মাঝে খবর আসে বুদগাম থেকে অপহরণ করা
হয়েছে এক জওয়ানকে৷ নাম মহম্মদ ইয়াসিন ভাট৷পদবাহিনীর এই জওয়ান ২৬
ফেব্রুয়ারি থেকে ছুটিতে ছিলেন৷ ১ এপ্রিল থেকে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল৷ কিন্তু ৮ মার্চ বাড়ি থেকে তাঁকে অপহরণ করে জঙ্গিরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেনার একটি দল৷ ইয়াসিন স্ত্রীই প্রথম খবরটি দেয়৷ কাশ্মীর পুলিশও একটি জয়েন্ট টিম তৈরি করেছে৷ শুরু হয়েছে তদন্ত৷ এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি৷
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০