খবর২৪ঘন্টা ডেস্ক : বাংলাদেশ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
কর্মকর্তারা হলেন - পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহী সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার ও এসবির পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানকে হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে ঢাকা রেঞ্জে ডিআইজি অফিসে কর্মরত এসপি মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০