নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনির নের্তৃত্বে রাজশাহী কলেজের মূল গেইটের সামনে থেকে মিছিলটি নেতাকর্মী নিয়ে বের করা হয়। মিছিলটি বের হওয়ার সাথে সাথে পুলিশি বাধার মুখে পড়ে। তিন দফা বাধা পেরিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভূবন মোহন পার্কে পৌঁছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
ছাত্রদলের নেতাকর্মীরা বিকেলে রাজশাহী কলেজের সামনে থেকে মিছিল বের করে। মিছিল বের হওয়ার সাথে সাথে কর্তব্যরত পুলিশ মিছিল নিয়ে সামনে না এগানোর জন্য বাধা দেয়। পুলিশি বাধায় কিছুক্ষণ মিছিলটি থমকে থাকলেও তারা বাধা পেরিয়ে মিছিল নিয়ে ভূবন মোহন পার্কে পৌঁছে। এ সময় পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়।
রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে
রাজশাহী কলেজ গেইট থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মধ্যেও নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল নিয়ে ভূবন মোহন পার্কে যায়। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের সামান্য ধস্তাধস্তি হয়। এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, বিএনপির পক্ষ থেকে আলোচনা সভার জন্য আবেদন করেছিল। তবে জেলা ছাত্রদল মিছিলের জন্য আবেদন করেনি। তারা মিছিল করেনি। যেটি করেছে সেটি ইনডোর। মিছিলে জেলা ছাত্রদলের সহসভাপতি সোহেল রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০