নাটোর প্রতিনিধি:পুর্ব বিরোধের জের ধরে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার কাউন্সিলর জামিলুর রহমানকে (৪৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের সামনে এই হত্যাকান্ডটি ঘটে। নিহত জামিলুর রহমান উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত কামারুজ্জামান কমরের ছেলে ও গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানান, স্থানীয় যুবলীগ কর্মি জাহারুল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে একটি মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে কাউন্সিলর জামিলুর রহমান লালপুর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ছিলো। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাউন্সিলর জামিলুর রহমানকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০