নিজস্ব প্রতিবেদক: ২০১৬ সালে পঞ্চগড়ের সোনাপাতা এলাকার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা মামলার রায়ে ৪ জেএমবির ফাঁসি ও একজনের যাবজ্জীবন রায় দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রোববার সকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার পূর্ব ভূতমারা গ্রামের ওসমান গনির ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব আন্ধি, বগুড়া জেলার শাজাহানপুর
থানার ক্ষুদ্র কুষ্ঠিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাধন, পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার দেবগঞ্জ কামাতপাড়া গ্রামের রফিকুলের ছেলে আলমগীর হোসেন ও একই থানার প্রধানাবাদ মসজিদপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে রমজান আলী।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০