খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নানা প্রতিবন্ধকতায় শ্রম আইন পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তিনি বলেছেন, প্রতিষ্ঠানগুলোকে পৃথক চাকরি বিধি তৈরি করে মন্ত্রণালয়ের কাছে জমা দিতে হবে। পরবর্তীতে সেই বিধি পরিপালন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
মে দিবস উপলক্ষে সোমবার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বিফ্রিংযে প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
চুন্নু বলেন, কর্মক্ষেত্রে আহত ও নিহত শ্রমিকদের সহায়তা দেবে সরকার। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন জমার পরিমাণ পৌনে ৩০০ কোটি টাকা।
এ বিষয়ে গণমাধ্যমসহ অন্য প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ অর্থ শ্রমিকদের দিতে চিঠি দেবার সিদ্ধান্ত নেবার কথাও জানান তিনি।
ব্রিফিংয়ে জানানো হয়, মে দিবসে এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’। দিবসটি উপলক্ষে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন দুর্ঘটনায় অক্ষম ও মৃত ১০ শ্রমিকের পরিবারকে সহায়তার চেক হস্তান্তর করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০