খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সৌদি আরবে আবারও বড় পরিবর্তন আনলেন যুবরাজ মোহম্মদ বিন সালমান। পুরানো প্রথার দুটি প্রথায় সংশোধনী আনতে চলেছেন তিনি।
২৩৬ পাতার সরকারি নির্দেশিকায় সৌদি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এখন থেকে অফিস, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, ক্রীড়াস্থল, হাসপাতাল, দোকান ও বাজারের মতো সর্বসাধারণের জায়গায় পুরুষদের সঙ্গেই একসঙ্গে যাতায়াত করতে পারবেন মহিলারা।
এতদিন এধরনের প্রকাশ্য স্থানে পুরুষদের সঙ্গে একসঙ্গে চলাফেরার অধিকার ছিল না মেয়েদের। তাদের জন্য আলাদা সময় এবং স্থান নির্দিষ্ট ছিল। দ্বিতীয়ত, দৈনন্দিন লেনদেন চলাকালীন নামাজের জন্য ব্যবসা বন্ধ রাখার সনাতনী প্রথাও তুলে দিয়েছেন এমবিএস। এছাড়া আরও একগুচ্ছ আইন সংশোধনীর কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এই নির্দেশিকা প্রকাশিত হয়। এই দুটি সংশোধনীই দেশে রক্ষণশীলদের তুমুল আপত্তির কারণ হতে চলেছে বলে নিশ্চিত করেছে সৌদি সরকার। তাই ২৩৬ পাতার নির্দেশিকার ১৫৬ নম্বর পাতায় এই সংশোধনী দুটির উল্লেখ করা হয় এবং সাংবাদিক সম্মেলনে এ প্রসঙ্গে কিছু বলেওনি দেশটির সরকার। এমনকি নির্দেশিকার অনলাইন তথ্য থেকেও তা ডিলিট করে দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০