স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপের ঠিক আগমুহূর্ত থেকে শুরু করে বছরের শেষ মাস পর্যন্ত সময়ে অধিনায়কত্ব নিয়ে বেশ নাটকীয়তাই হয়েছে আফগানিস্তানের ক্রিকেটে। প্রথমে তিন ফরম্যাটের অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক নিয়োগ দেয়া হয়।
পরে বিশ্বকাপে ভরাডুবির পর ভিন্ন ফরম্যাটের ভিন্ন তিন অধিনায়ককে একসঙ্গে সরিয়ে দিয়ে, তিন ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করা হয় রশিদ খানকে। নাটকের শেষ অঙ্কে গত ডিসেম্বরে আবার রশিদ খানকে সরিয়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয় আসগর আফগানকেই।
অধিনায়কত্ব নিয়ে এ নাটকের পর এবার মাঠের খেলায় নামতে যাচ্ছে আফগানিস্তান। মার্চের ৬, ৮ ও ১০ তারিখ দিল্লীতে আসগরের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এ সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
যেখানে গত মার্চের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন ৩২ বছর বয়সী পেসার শাপুর জাদরান। এছাড়া দলে নেয়া হয়েছে দুই নতুন মুখ ১৯ বছর বয়সী লেগস্পিনার কাইস আহমেদ, বয়সভিত্তিক ক্রিকেটে তার সতীর্থ আযমাতুল্লাহ ওমরজাইকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে আফগান টি-টোয়েন্টি স্কোয়াড
রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, আসগর আফগান, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, নবীন উল হক, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, সামিউল্লাহ শেনওয়ারি, আযমাতুল্লাহ ওমরজাই এবং উসমান ঘানি।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০