পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিনন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রভাতফেরীতে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পৌর মেয়র রবিউল ইসলাম র, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, নারী ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, আওয়ামীলীগ নেতা আহসানুল হক মাসুদ, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,ওসি মোঃ রেজাউল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সরকারী কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এছাড়া পুুুঠিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০