পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া-দুর্গাপুরের জাতীয় পার্টির সাবেক সাংসদের সাথে পুঠিয়া প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া উপজেলা শাখার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর আড়াইটার সময় পুঠিয়া আড়ানী বাসস্টেন্ডে জাতীয় পাটির পুঠিয়া উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পাটির সাবেক সাংসদ ও রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হোসেন। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাসমত দৌলা, পুঠিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার পুঠিয়া উপজেলা শাখার সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটন, পুঠিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক এস.আর জাহিদ, এস.এম হাসানুল ইসমাম, মফিজুল ইসলাম ডলার, মোঃমনিরুজ্জামান, মোঃ ইউনুস আলী শিশির, মোঃ তারেক মাহামুদ। মতবিনিময় সভায় অধ্যাপক আবুল হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটি সংসদ সদস্য হিসেবে পুঠিয়া-দুর্গাপুরে নির্বাচন করার কথা জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০