নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসিন দল আ’লীগ ও বিএনপিসহ ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পহেলা ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। মেয়র পদপ্রার্থীরা হচ্ছেন আ’লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আল মামুন খান, আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম টিপু ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে যুবলীগ নেতা গোলাম আজম নয়ন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে
মেয়র পদে মোট ৯জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তলোন করলেও শেষ দিন পর্যন্ত জমা দিয়েছেন ৪ জন। তিনজন সংরক্ষতি মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র তুললেও জমা দিয়েছেন ৭ জন। অপরদিকে ৯ জন কাউন্সিলর পদে মোট ৩৫ জন মনোনয়ন পত্র তুলে জমা দিয়েছেন ৩০ জন। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা
ভোটার ৮ হাজার ৪৭৩ জন। মোট ভোট কেন্দ্র ৯টি ও বুথ ৪৮ টি। তবে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত ২২ নভেম্বর প্রথম ধাপে পুঠিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। সে মোতাবেক মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০