নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় চার চোরকে আটক ও চুরি হওয়া ট্রলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের একটি টিম চোরচক্রের চারজন সদস্যকে গ্রেফতার করে এবং এ সময় তাদের নিকট হতে একটি মালবাহী ট্রলি গাড়ি উদ্ধার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ গ্রামের ইকরামুলের ছেলে ইসরাইল হক (৪৫), বদোপাড়া গ্রামের জসিমের ছেলে জাহিদ হাসান, লুতফর রহমান (৬০) ও মোশারফ হোসেন (২১)।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম জানান, পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের আরশেদের ছেলে শাহাদত হোসেন (২৫), নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে ৬ জুন রাতের বেলায় কোন একসময় তালাবদ্ধ অবস্থায় থাকা শাহাদতের নিজস্ব মালিকানাধীন চারচাকা বিশিষ্ট মালবাহী ট্রলি গাড়ি চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া গাড়িটির অনুমান মুল্য দুই লক্ষ টাকা। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় পুঠিয়া থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর গুরদাসপুর থানা পুলিশের সহযোগিতায় আজ বিকাল সাড়ে ৫ টার দিকে নাটোরের গুরুদাসপুর থানাধীন ওয়াপদাবাজার এলাকা হতে উক্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ও চুরি হয়ে যাওয়া মালবাহী ট্রলি গাড়িটি উদ্ধার করে। এ বিষয়ে শাহাদত হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০