রাজশাহীর পুঠিয়ায় হোসনে আরা প্রান্তি (২০) নামে এক গৃহবধূ আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাতে পুঠিয়া সদরের গণ্ডগোহালী জামালগঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে। প্রান্তি একই এলাকার মোঃ বাবুর মেয়ে। শনিবার(৫ মার্চ) সকাল ৯টার দিকে পুলিশ প্রান্তির লাশ উদ্ধার করেন।
প্রান্তির দাদা নাজিমুদ্দিন দুদু জানান, প্রায় মাসখানেক আগে প্রান্তি স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। শুক্রবার রাতে পরিবারের লোকজনের সাথে খাবার শেষে সে নিজ ঘরে ঘুমাতে যায়। শনিবার ভোরে আমি নামাজের জন্য বের হলে তার ঘরের দরজা খোলা দেখতে পাই। এ সময় তার ঘরে প্রবেশ করে তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনে আমগাছের ডালে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করা অবস্থায় দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেছি। মুখে, কপালে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০