পুঠিয়ায় ৫৯ টি মন্ডপে পুজা উদযাপন হবে ; ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০১৮, ১:৩৬ পি.এম
পুঠিয়ায় ৫৯ টি মন্ডপে পুজা উদযাপন হবে ; ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা
পুঠিয়া(রাজশাহী): শারদীয়া দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি ব্যস্ত সময় কাটাচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রতিমা শিল্পীরা। প্রতিটি মন্ডপে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। পুলিশ প্রশাসনও শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানের সকল ধরনের উদ্যোগ নিয়েছে।
কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। আগামী ১৫-ই অক্টোবর সন্ধ্যায় প্রথম ষষ্টির মধ্য দিয়ে শুরু হবে ৫ দিন ব্যাপী এ উৎসব। পূজা মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃরূপ ধারণ করছে। আয়োজকরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুঠিয়ার বিভিন্ন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে সকল পস্তুতি সম্পন্ন করা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে–উৎসব মুখর পরিবেশে ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা উদ্যাপনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে। শান্তি শৃংখলা রক্ষায় পূজামন্ডপ গুলোতে সরকারি এবং স্থানীয় উভয় পর্যায়ের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে। পুঠিয়ার কৃশ্নপুর গ্রামের প্রতিমা কারিগর শ্রী প্রভাত কুমার বলেন, আবহাওয়া খারাপ থাকায় কাজে একটু বিলম্ব হচ্ছে। এবার পুঠিয়া উপজেলায় মোট ৫৯ টি মন্ডপে পুজা উদযাপন হবেখবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০