রাজশাহীর পুঠিয়ায় তিন দিনব্যাপী ১৬ তম বাংলা লোকনাট্য উৎসব উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি। উদ্বোধক ছিলেন, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পুঠিয়া গ্রাম থিয়েটারের আয়োজনে বৃহস্পতিবার বিকালে পুঠিয়া রাজবাড়ী মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী, রাজশাহী-৫ আসসেনর সাংসদ প্রফেসর ডা: মনসুর রহমান, রাজশাহী-৪
আসনের এমপি ইঞ্জিনিয়র এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি এ্যাড আবিদা আনজুম মিতা, রাবির অধ্যাপক মলয় ভৌমিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাজী সাইদ হোসেন দুলাল। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন বাচ্চু। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, লাঠিখেলা, বাংলা বাদ্য, মঙ্গল শোভাযাত্রা, নৃত্য, লোকনাট্য, লোকনৃত্য ও যাত্রাপালা।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০