রাজশাহীর পুঠিয়ায় ১১ কেজি গাঁজাসহ শাহজাহান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মজিদপাড়া গ্রামের মেরাজ আলীর ছেলে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পুঠিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্য গাঁজাসহ আরপি স্পেশাল নাইস কোচ (রেজিঃ নং-ঢাকা মেট্টো-ব-১৫-৫১০২) যাত্রীবাহী পরিবহণযোগে
কুমিল্লা থেকে রাজশাহী যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারে চেকপোষ্ট পরিচালনা করে। ভোরে যাত্রীবাহী বাসটি চেকপোষ্টের সামনে আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করলে বাস থেকে একব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০