পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া শহীদ নাদের আলী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ ওই ছাত্রীকে গাজিপুর থেকে উদ্ধার করেছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও পুঠিয়া থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ওই স্কুল ছাত্রীর ফেইসবুকের মাধ্যমে গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার ধোলাসাধু গ্রামের আব্দুর রশিদের ছেলে এবাদুল হকের (৩০) সাথে পরিচয় ঘটে। এরপর থেকে তাদের মধ্যে প্রেমের
সম্পর্ক গড়ে উঠে। সে সূত্রে গত ২৮ আগষ্ট বিকেলে ওই ছাত্রী প্রাইভেটের নামে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। তার পরিবার ওই রাতেই থানায় একটি অপহরণের অভিযোগ দেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে গত ৩০ আগষ্ট রাতে গাজিপুর জেলায় এবাদুলের বাড়ীতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন। সে সময় এবাদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ওই ছাত্রীকে শাররিক স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (আজ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০