পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ দারার এপিএস বদরুজ্জামান ও তার স্ত্রীকে মারধোরের অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে নয়টার সময় পুঠিয়ার বানেশ্বর বাজারের ধানহাটার বটতলা নামক এলাকায় এ মারধোরের ঘটনায় তারা আহত হয়েছে।
বদিউজ্জামান বানেশ্বর কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক। তার স্ত্রী শেফালী বেগম দুর্গাপুর নারী ও শিশু বিষয়ক দপ্তরে কর্মরত আছেন। স্থনীয়দের সুত্রে জানাগেছে, বদিউজ্জামান
ও তার স্ত্রী সেফালি বেগম শশুর বাড়ি তাতারপুর থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে উক্ত স্থানে পৌছালে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। পরে আহত বদিউজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, বানেশ্বর এলাকায় এধরনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০