রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে অযোগ্য ব্যক্তিকে সভাপতি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) বেলা প্রায় ১২টায় পুঠিয়া উপজেলার বানেশ্বরে শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিবাদ সভায় এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দেন সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।
জানা গেছে, বতর্মান সভাপতি জমসেদ আলীর দায়িত্বের মেয়াদ ২০২২ সালের ১২ জানুয়ারি শেষ হয়। শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন- এইচএসসি পাস। তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় সেই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন সভাপতি হয়েছেন মাহাবুল আলম বাবু নামের এক ব্যক্তিকে। তবে বাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে।
এ প্রসঙ্গে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম জানান,কলেজ পরিচালনা কমিটির সভাপতি করা হচ্ছে পঞ্চম শ্রেনী পাশ করেনি এমন ব্যক্তি কে। তার নাম বাবু। এমন অযোগ্য সভাপতিকে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাকরা চাননা।
তাই শিক্ষার্থীদের অভিভাবকসহ সকল শ্রেনী পেশার মানুষদের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসুচি আয়োজন করা হয়।
হঠাৎ আমাদের শান্তিপূর্ণ কর্মসুচিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
উক্ত কলেজের অধ্যক্ষ রুহুল আমিন জানান,স্থানীয় সাংসদের দেওয়া ডিও লেটার ও রাজশাহী শিক্ষাবোর্ডের নির্বাচিত সভাপতি বাবু। আমরা তাকেই নিয়ে সুন্দর ও সুষ্ঠভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে চাই।
এদিকে অযোগ্য ব্যক্তিকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০