পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া-বেলপুকুর এলাকায় রেল লাইন থেকে বাবু ইসলাম (৪০) নামের একব্যক্তির দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু ইসলাম উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি গ্রামের মজিবর রহমানের ছেলে।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন বেলপুকুর রেলগেটের কাছে রেল লাইনে একব্যক্তির দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বেলপুুকুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত বাবু বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যপারে রেলওয়ে পুলিশ ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, গত এক মাস ধরে রাজশাহীর পুঠিয়া উপজেলা ও বর্তমান আরএমপির বেলপুকুর থানা এলাকায় বেশ কয়েকটি লাশ উদ্ধার করে পুলিশ। এর আগেও মহাসড়ক ও রেল লাইন থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন এগুলো আত্মহত্যা না হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে কোন মহল। বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্তেরও দাবি জানান স্থানীয়রা।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০