নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের চাকায়পৃষ্ট হয়ে জমসেদ আলী (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক নাটোর সদর উপজেলার দস্তনাবাদ (মাঝিপাড়া) গ্রামের আনছার আলী ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার গাওপাড়া ঢালান নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে নাটোরগামী বিপ্লব পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌছালে ব্রেকফেল হয়ে মহসাড়কের
পার্শ্বে দাড়িয়ে থাকা ভ্যানচালক জমসেদ আলীকে চাপা দেয়। সেসময় ভ্যানচালক জমসেদ আলী বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালে নেওয়ার পথে জমসেদ আলী মারা যায়। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে ও দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০