রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে টুম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত ও তার স্বামীসহ ২ জন আহত হয়েছেন। নিহত গৃহবধূ পুঠিয়া উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শ্যামার স্ত্রী। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহতের স্বামী মোহাম্মদ শ্যামা ও বিড়ালদহ টোনাপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে সাব্বির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল পাশাপাশি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে
সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধূ মোটরসাইকেল থেকে সড়কের মধ্যে ছিটকে পড়ে যায়। আর পেছন থেকে আসা নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই মোটরসাইকেল চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত
গৃহবধূ তার স্বামীর বাইকে চড়ে একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল। পথে ঝলমলিয়া তেল পাম্পের নিকট দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয় এবং আরো দু’জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০