পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত পুঠিয়া পিএন সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহমান (৬২) মারা গেছেন। নিহত শিক্ষক আব্দুর রহমান পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা। গত সোমবার রাত্রি আটটার দিকে পুঠিয়া পৌরসভার থেকে কৃষ্ণপুর সড়কের জুয়েলের বাড়ির কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এলকাবাসী সূত্রে জানাগেছে, নিহত শিক্ষক আব্দুর রহমান বাড়ি থেকে নামজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে উক্ত স্থানে পৌছানো মাত্রই একটি দ্রুতগামী মোরসাইকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
সেসময় ঘটনা স্থলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। সেসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে রামেক হাসপালে প্রেরণ করে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার সময় তিনি মারা যান। আজ বাদ আসর পুঠিয়া চারআনী রাজবাড়ি মাঠে তার জানাযার নামাজ শেষে কাজিপাড় গোরস্থানে দাফন করা হবে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০