পুঠিয়ায় মারপিটের ঘটনায় তিন শিক্ষকসহ আট জনের জেল - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০১৯, ৭:০৯ পি.এম
পুঠিয়ায় মারপিটের ঘটনায় তিন শিক্ষকসহ আট জনের জেল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মারপিটের ঘটনায় তিন শিক্ষকসহ আট জনের জেল দিয়েছে আদালত। বুধবার দুপুরের রাজশাহীর চিপজুডিশিয়্যাল ম্যাজিস্টেড আদালতে বিচারক মেহদী হাসান এ আদেশ দেন। দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার ভালুকগাছী ইউনিয়নের বড় রাঙ্গামটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক অচিন্ত কুমার প্রাং, শিলমাড়িয়া ইউনিয়নের কাশিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন কুমার প্রাং ও শক্তিপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিন্দ্রনাথ মন্ডল।
এছাড়াও বিলাশ কুমার সরকার, পলাশ কুমার সরকার, ধনঞ্জয় কুমরা সরকার, রতন কুমার সরকার ও কিশোরী মহন সরকার। এদের মধ্যে শিক্ষক অচিন্ত কুমার প্রাংকে ৩ বছর ও বাঁকী সকলকে ৩ মাসে জেল দিয়েছে আদালত। এ বিষয়ে দন্ড প্রাপ্ত রথিন্দ্রনাথে বাবা প্রাক্তন প্রধান শিক্ষক নিরেন্দ্র নাথ মন্ডল জানান, আগামী রবিবার উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। উল্লেখ্য গত ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর তারিখে রাত্রি আনুমানিক সাড়ে আটায় মামলার বাদি গ্রাম্য ডাক্তার গৌতম কুমার প্রাং ও তার তিন ভাই উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিক পাড়া বাজার থেকে বাড়ি ফিরার পথে নিবারনের বাড়ির কাছে পৌছালে উক্ত আসামীগণ তাদের ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে মারপিট করে গুরুত্বর আহত করে তাদের কাছে থাকা টাকা পয়সা কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে গৌতম কুমার বাদি হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০