পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ার বানেশ্বরে ডালমিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি । সেসময় ভেজাল ডাউল তৈরির অভিযোগে মিল মালিককে ছেলেকে ১লক্ষ্ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের জেলের রায় দেওয়া হয়। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৩টি পর্যন্ত এ বানেশ্বরের দিদারুল ডাউল মিলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল ডাল তৈরীর অভিযোগে উপজেলার বানেশ্বরের দিদারুল ডাউল মিলে অভিযান পরিচালনা করা হয়। সেসময়
হাতে নাতে ভেজাল ডাল তৈরীর সময় মিল মালিকের ছেলেকে হাসিবুর রহমানকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত নকল ডাল তৈরীর সরমঞ্জাম ও ২১৮ বস্তা নকল ডাল জব্দ করে। পরে মিল মালিকের ছেলে হাসিবুরকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড অনাদায়ে ৩ বছরের জেলের রায় দেওয়া হয়। সেসময় মিল মালিকের ছেলে জরিমানার ১ লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও মিলটিতে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ উপজেলার বানেশ্ব্র ও বেলপুকুরে প্রায় দুই শতাধিকের অধিক ডাউল মিল রয়েছে। এসব ডাউল মিলে দীর্ঘ দিন ধরে ভেজাল ও রং মিশানো ডাল তৈরী করে মিল মালিকেরা বিক্রি করে আসছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০