পুঠিয়ায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়কণের দাবিতে মানব বন্ধন - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০১৮, ৭:৪২ পি.এম
পুঠিয়ায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়কণের দাবিতে মানব বন্ধন
পুঠিয়া প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সহ ১১ দফা বাস্তবায়ন এর দাবিতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের স্মারকলিপি পুঠিয়া শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের পুঠিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ গোলাম ফারুক। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী পরিষদের উপজেলার প্রধান আহবায়ক মোঃ নাসিররুদ্দিন উইলিয়াম, আব্দুস সাত্তার রবি। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা বক্তব্য রাখেন। এ সময় ১১দফার দাবিতে অটল থাকবেন বলে ঘোষনা দেন উপজেলার শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০