পুঠিয়ায় বিভিন্ন নকল প্রসাধনী তৈরির কারখানা জব্দ - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ৭:৫৫ পি.এম
পুঠিয়ায় বিভিন্ন নকল প্রসাধনী তৈরির কারখানা জব্দ
রাজশাহীর পুঠিয়াউপজেলায় বিভিন্ন নকল প্রসাধনী তৈরির একটি কারখানা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুঠিয়ায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের পশ্চিম কান্দ্রা গ্রামে কারখানার মালিক মোঃ রুবেল এর ভাড়াকৃত বাড়ী থেকে নকল লতা হারবাল স্কীন স্পট ক্রীমসহ বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন কোম্পানীর নকল প্রসাধনী তৈরির কারখানার জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোরওয়ার্দী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নকল প্রসাধনী তৈরির কারখানায় মালিক মোঃ রুবেল ও তার কর্মচারীদের না পেয়ে সেই বাড়ী তল্লাসী করে বিপুল পরিমাণ নকল লতা হারবাল স্কীন স্পট ক্রীম, বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন প্রসাধনী তৈরির জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০