পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাশপুকুরিয়া নাম স্থানে এক ছিনতাইকারী ও মোটরসাইকেলসহ আটক করেছে এলাকাবাসী। সে সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের শিবপুর-দুর্গাপুর সড়কে এ ঘটনা ঘটে।
আটককৃত ছিনতাইকারী হলো, চারঘাট উপজেলার বাদুরিয়া গ্রামের মহিদুল ইসলাম (২৭)। এলাকাবাসী সূত্রে জানাগেছে, দুর্গাপুর থেকে ৫০ হাজার টাকা নিয়ে বানেশ্বর বাজারে যাচ্ছিল ফয়সাল বাবু ও তার প্রতিবেশি ভাতিজা আল আমিন। এ সময় বাশপুকুর এলাকায় দুর্গাপুরের দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারি তাদের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে স্থানীয়রা বেরিয়ে ছিনতাইকারিদের ধাওয়া করে।
এ সময় মোটরসাইকেলসহ তিনজন পালিয়ে গেলেও মোটরসাইকেলসহ একজনকে ধরে ফেলে তারা। পরে তাকে গণপিটুনি দিয়ে তার মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়ে পুলিশে খবর দেয়। বেলপুকুর থানা পুলিশ সেখানে গিয়ে ছিন্তাইরীকে আটক করে তার চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানা গেছে। এ ব্যাপারে বেলপুকুর থানা একটি মামলা হয়েছে বলে থানা ওসি জানান।
নিজস্ব প্রতিবেদক: এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০