পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বালু বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে আবু সিয়াম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ আহত হয়েছেন অপর তিনজন। নিহত বালু শ্রমিক চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের রমজান আলীর ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) পুঠিয়া উপজেলার বিড়ালদহ-মাইপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে ওই বালু বোঝাই ট্রাক মুক্তারপুর থেকে টোনাপাড়া গ্রামের দিকে আসছিল। পথে নয়াপাড়া এলাকার একটি কালভাটে কাছে এসে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বালুর চাপায় সিয়াম নামের এক যুবক ঘটনা স্থলেই মারা গেছেন। ট্রাক চালকসহ বাকিরা সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০