পুঠিয়ায় বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় ২০১৮ উপলক্ষে আনন্দ র্যালি - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০১৮, ৭:১০ পি.এম
পুঠিয়ায় বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় ২০১৮ উপলক্ষে আনন্দ র্যালি
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সফলতা উদ্যাপন সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সল্পোন্নত দেশ থেকে উত্তরন উপলক্ষে পুঠিয়ায় সব সরকারি বেসরকারি অফিসে এই বিশেষ সেবা সপ্তাহ ২০১৮ পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় আনান্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনান্দ র্যালীটি উপজেলা চত্তর থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তর হয়ে অডিটোরিয়াম হলে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্ব র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, ভুমি কর্মকর্তা (এসিল্যন্ড) জাহিদ হাসান সিদ্দিকি, সার্কেল এএসপি, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুইঞা, সাব-রেজিস্টার আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা মুঞ্জুর রহমান, উপজেলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহউদ্দিন আল ওয়াদুদ সহ, উপজেলার সকল সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, রাজনীতিবীদগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজের শিক্ষক ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০