দক্ষ পৃলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় চত্তরে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ফেব্রুয়ারি)বেলা ১১ টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল, পুঠিয়া সার্কেলের এএসপি এমরান জাকারিয়া, বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম একরামুল হক, রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি, আবুল কালাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির ধর্মবিষয়ক সদস্য ওবায়দুর রহমান, রাজশাহীর মালিক সমিতির সেক্রটারি মতিউল হক পিটু, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরিবহণ মালিক ও চালক ও গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে পুঠিয়া থানায় এবং ট্রাফিক বিভাগে এই ‘বডি ওর্ন ক্যামেরা’ সরবারহ করা হয়েছে।
রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০