পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে আমীর হামজ্জা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু বানেশ্বর-তাতারপুর গ্রামের ভুটভুটি চালক রুবেল হোসেনের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে সে পুকুরে ডুবে মারা যায়। প্রত্যক্ষদর্শী উৎপল সাহা বলেন, সকালের
নাস্তা শেষে পরিবারের লোকজন নিজ নিজ কাজে চলে যায়। সে সময় শিশু আমীর হা¤মজা বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি পাশের একটি পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর লাশ পুকুরে ভাসতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০